রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় বোমা নিক্ষেপ


প্রকাশিত:
২৯ মার্চ ২০২৩ ১১:৫৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৫:৫০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে জিহাদ (১৮) নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (২৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিহাদ ওই এলাকার মহিদুর ইসলামের ছেলে ও আসরাফ গ্রুপের সদস্য।

চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলী বলেন, রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার শহরের মেথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর নিমতলায় এসে ককটেলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হলেও রাস্তায় আরও চারটি অবিস্ফোরিত ককটেল পড়েছিল। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।

পরে এঘটনায় সোমবার (২৭ মার্চ) রাতে অভিযান চালিয়ে মো. জিহাদ নামে একজনকে গ্রেফতার করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানিয়েছে, দুই গ্রুপের ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্রর করেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি জানান, শহরের আসরাফ গ্রুপের ফাহান নামে এক যুবকের ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দিয়েছিল আকাশ গ্রুপের আকাশ। এতে আসরাফ গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে ককটেল নিয়ে এসে নিক্ষেপ করে।

গ্রেফতার জিহাদকে প্রথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top