রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ওয়ার্কশপ


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৩ ০৩:৫৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০২:১৪

ছবি: ওয়ার্কশপ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং সোনালী ব্যাংক লিঃ ভোলাহাট শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

সোনালী ব্যাংক ভোলাহাট শাখার ব্যবস্থাপক খনন্দকার হাবিব আনোয়ারের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক অফিসার মোঃ ফিরোজ কবির এর সঞ্চালনায় ওয়ার্কশপের সভার কাজ শুরু হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ অধ্যক্ষ রহমত আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনিরুদ্দীন মুন্টু, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপ-পরিচালক ফিরোজ আহমেদ, শামীম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, বিশিষ্ট ব্যবসায়ী রাফিজুল ইসলাম ডাবলু, আম ফাউন্ডেশন ভোলাহাট সাধারণ সম্পাদক মুনসুর আলী।

এ সময় কমকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

 

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top