রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২ ০৬:২১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫০

ছবি: র‌্যালী

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ভোলাহাট উপজেলা সমবায় ও সমবায়ীদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগতম বক্তব্য রাখেন, জেলা সমবায় সমিতির পরিদর্শক আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চিয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সমবায়ি প্রগতী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ শাহিন রেজা, চাঁপাইনবাবগঞ্জ ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক একরামুল হক। শেষে ২টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ও ৫জন সমবায়ীকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top