রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

গোমস্তাপুরে পুলিশের ওপর হামলায় ৫০ জনকে আসামি করে মামলা


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২২ ০৪:৪৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১২:৪৩

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাছ চুরির মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হওয়া হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে উপ-পরিদর্শক (এস আই) শওকত আলী বাদী হয়ে ৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

বিষয়টি রোববার (১৬ অক্টোবর) দুপুরে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমাস আলী সরকার নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, গোমস্তাপুর উপজেলার সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা মাছ চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে স্থানীয়রা হামলা চালায়।

এ ঘটনায় ৩৯ জনকে এজাহার নামীয় এবং ১০/১১ জনকে অজ্ঞাত আসামি করে উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এখন পর্যন্ত কাওকে আটক করা না গেলেও আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ এলাকায় ইজারাকৃত বিলে মাছ লুটপাটের মামলার আসামিদের ধরতে গেলে জেলেরা ৪ জন পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। 

আরপি/ এসএডি-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top