রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৩

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৯:০১

ফাইল ছবি

উচ্চ আদালতে রীট আবেদনের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না।

মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ছাড়া আর কেউই চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেননি। এছাড়া নির্বাচনে পাঁচ আসনের সদস্যসহ সংরক্ষিত নারী আসনে ৩৫ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের দিনে নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সবশেষে ২৬ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিনে নির্বাচনে স্থগিতাদেশ দেয় কমিশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত ২ নম্বর আসন নিয়ে সীমানা জটিলতা দেখা দিয়েছে। আর এই জটিলতার নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী শামীমা সারা। সবশেষ সোমবার নির্বাচনে স্থগিতাদেশ দেয় কমিশন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top