‘‘ভোট ল্যাওয়ার আগে দেওয়া কথা রাখ্যাছে শেখ হাসিনা"
"ভোট ল্যাওয়ার (নেয়ার) আগে দেওয়া কথা রাখ্যাছে (রেখেছে) শেখ হাসিনা। ভোটের লিয়্যা (নিয়ে) গদিতে (ক্ষমতায়) যাওয়ার আগে কথা দিয়্যাছিল, ১০ কেজি চাইল (চাল) খাওয়াইবে। সেই কথা অনুযায়ী হামরাকে (আমাদের) চাইল দিছে। গত দুই বছর ধর্যা ১০ টাকা কেজি কইর্যা চাইল কিন্যা খাইনু। এবারই প্রথম ১৫ টাকা কেজি চাইল কিনছি। হামারঘে (আমাদের) লাইগ্যা (জন্য) এই চাইল কতো যে উপকারী বইল্যা বুঝাইতে পারব না। কারন বাজারে এখন ৫০-৬০ টাকা কেজি কইর্যা চাইল।"
কথাগুলো বলছিলেন, বিধবা নারী সুলেখা বেগম (৫৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকায় তার বাড়ি। পরিবারে উপার্জনক্ষম তেমন কেউই নেই সুলেখা বেগমের। খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ কেজি চাল পেয়ে ভীষণ খুশি এই নারী।
"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলব্যাপী এই কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে।
খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলায় প্রায় ৬০ হাজার পরিবার সরাসরি উপকৃত হবে। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই এই কর্মসূচিতে খাদ্য বিভাগ ১৮০০ মেট্রিক টন চাল বিতরণ করবে। অসহায় হতদরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষরা কম দামে এই চাল কিনে সরাসরি উপকৃত হবেন। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির এই কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। অনেকেই কর্মসূচিকে বির্তকিত করতে নানা অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেন। খাদ্যবান্ধব কর্মসূচিতে কোন প্রকার অনিয়ম-দূর্নীতি করলে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। এমনকি কর্মসূচিতে স্বচ্ছতা আনতে চাল বিক্রির কার্যক্রমকে সঠিকভাবে তদারকি করা হচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, সরকার খাদ্যবান্ধব কর্মসূচির প্রতি কেজি চালে প্রায় ২৭ টাকার অধিক ভুর্তকি দিচ্ছে। যাতে নিম্ন আয়ের জনগোষ্ঠী এই সুবিধা পাচ্ছে। খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে দরিদ্র মানুষের জন্য এই কর্মসূচির আওতায় সুবিধাভোগী সকলের তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে করে একই ব্যক্তি একাধিক সুবিধার আওতায় না আসে ও অসহায় দরিদ্র কেউ বাদ না পড়ে।
১৫ টাকা কেজি চাল কিনে দৃষ্টি প্রতিবন্ধী সাগরী বেগম বলেন, কয়েক বছর থেকেই এই চাল পায়। প্রথম থেকেই ১০ টাকা কেজি দরে চাল কিনছি। কিন্তু জিনিসপত্রের অনেক দাম বেড়ে যাওয়ায় এবার থেকে ১৫ টাকা করা হয়েছে। বাজারে এখন ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাল। এই চাল কিনে খেতে পারব না আমরা। ১৫ কেজির চাল আমাদের অনেক খরচ কমিয়েছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তৌফিক আজিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, কারিগরি খাদ্য পরিদর্শক আরাফাত রহমান, ডিলার তরিকুল ইসলামসহ সুবিধাভোগীরা।
আরপি/ এসএডি-০১
আপনার মূল্যবান মতামত দিন: