রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

আওয়ামীলীগ জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী:মেয়র


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২২ ০৪:৫৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৭:৪২

সংগৃহিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘আওয়ামী লীগকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামীলীগ কাউকে হত্যা করে, ঝটিকা মিছিল করে ক্ষমতায় আসেনি’। আমরা বিএনপির দয়ায় ক্ষমতায় আসিনি। দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামীলীগ। দেশের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা জনগণের আস্থা অর্জণে বিশ্বাসী।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, শুনতে পাচ্ছি সেপ্টেম্বর মাস থেকে বিএনপি মাঠে নামবে ও তাদের অবস্থান জানান দিবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন। আপনারা যেকোন অপকর্ম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকবেন। এসবের দাঁতভাঙা জবাব দিবেন। সম্প্রতি আয়না ঘর নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেনাবাহিনী থেকে বহিস্কৃত কিছু সেনা সদস্য নানারকম কাল্পনিক কাহিনী প্রচার করছেন ফেসবুকে। তারা যে ভাষা ব্যবহার করছেন তা অত্যন্ত জঘন্য। আওয়ামীলীগ নেতাকর্মীরাও যেকোন ভালো জিনিস প্রচার ও এসব মিথ্যা কাল্পনিক কাহিনীকে রুখে দিতে ফেসবুকের ব্যবহার করবেন।

তিনি আরও বলেন, বিএনপি এখনও স্বপ্ন দেখে সংবিধানের বাইরে গিয়ে ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখলের পর আবার হাওয়া ভবন হবে, অনিয়ম দূর্নীতি করবে, নিয়োগ বানিজ্য করবে। তবে পরিষ্কারভাবে বলতে চাই, এর কোন সুযোগ নেই। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। উন্নত রাষ্ট্রের মতোই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শোক সমাবেশের প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আলী কামাল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদের সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানসহ অন্যান্যরা। 

আরপি/ এসএইচ ১০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top