রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

ভোলাহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ০৪:২৬

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ২২:৩৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ আজ বিকেলে মেডিকেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হয় ।

বুধবার (২৪ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মেডিকেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে দেশে জ্বালানি তেল, পরিবহনের ভাড়াসহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃআমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ তারেক আহমেদ,জেলা ছাত্রদলের সাবেক নেতা মোঃ তারেক রহমান, ভোলাহাট বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, বিএনপি দলদলী ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ ইবনে কাজেম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ রেশমাতুল আরশ রেখা, জাতীয় সংসদ সদস্যের পিএস কায়সার আহমেদ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহসীন আরাফাত রহমান সনিসহ অন্যরা।

 

আরপি/ এসএইচ  ০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top