রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০৭:০৯

আপডেট:
২৩ আগস্ট ২০২২ ০৭:১১

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাইড্রোসেফালাস(মস্তিষ্কে অতিরিক্ত পানি) আক্রান্ত শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম।

সোমবার (২২ অগাস্ট) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগরে তাদের বাড়িতে গিয়ে  আম্বিয়ার বাবা আজিজুল হক-কে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, ইউপি সদস্য বশির আহমেদ প্রমূখ।

উল্লেখ্য, গতকাল রাতে স্থানীয় সাংবাদিক আব্দুল বাশির সোশাল মিডিয়া (ফেসবুকে) শিশু আম্বিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে একটি পোষ্ট দিলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম এর নজরে আসে। সোমবার দুপুরে সচিবের পিএস গোলাম কিবরিয়া তাকে ফোন করে তথ্যটি নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আরপি/ এসএডি-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top