রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


প্রকাশিত:
২২ আগস্ট ২০২২ ০৫:৩২

আপডেট:
২২ আগস্ট ২০২২ ০৬:১৭

ছবি: শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে অতিথিগণ।

ভোলাহাট উপজেলার খালেআলমপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, সচেতনতা বৃুদ্ধি ও কাঙ্খিত ফলাফল আনায়নের লক্ষে অভিভাবকদের সঙ্গে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ আগষ্ট স্কুল মাঠে প্রধান শিক্ষক মোঃ হাফিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সভাপতি ও জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ আকবারুল হক, মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবক মোঃ মোশারফ হোসেন, ডাঃ মোঃ নুরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আফসার আলি, মোসাঃ অঙ্গুরী খাতুনসহ অন্যরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন আব্দুস সামাদ।

অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করে। এ সময় সবধরনের সমস্যা সমাধনসহ অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি আন্তরিক ভূমিকা রাখার অনুরোধ জানান প্রধান অতিথি।

আরপি / এসএডি-০৯





আপনার মূল্যবান মতামত দিন:

Top