জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
“ভর্তুকি কমানো নয়, দুর্নীতি-লুটপাট বন্ধ করো” শ্লোগাণে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বুধবার বেলা সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাসদ সদর উপজলোর সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, কৃষক জোটের সভাপতি আবু সাঈদ, জাসদ ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, ছাত্র নেতা মোজাহিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি-লুটপাট বন্ধ করে জ্বালানি খাতের ভুলনীতি ও লুটপাটের দায় জনগণের উপর চাপানো চলবে না। আর তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। আর তা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দেয়া হয় হবে বলে সরকারকে হুঁশিয়ারী দেয় হয় মাববন্ধন থেকে।
আরপি/ এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: