রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ভোলাহাট আলোচনা সভা


প্রকাশিত:
২৫ জুলাই ২০২২ ০২:৫১

আপডেট:
২৫ জুলাই ২০২২ ০৩:২৪

ফাইল ছবি

নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে  শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।

‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্যে। ২৪ জুলাই ১০টায় ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: চলতি অর্থবছরজুড়েই চাপে থাকবে বিদেশি মুদ্রার রিজার্ভ

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরবিুল্লাহ দবির,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনসহ অন্যরা।

আরও পড়ুন: চলতি অর্থবছরজুড়েই চাপে থাকবে বিদেশি মুদ্রার রিজার্ভ

এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুঃ ওয়ালিউল ইসলাম।পরে সফল তিনজন মৎস্য জীবির মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।২৩ জুলাই থেকে ২৯ জুলাই মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

 

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top