ভোলাহাটে বিনা মূল্যে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাটে চলতি মৌসুমে কৃষি প্রানোদণার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় কৃষি অধিদপ্তর চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লা দবির।উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী।
এসময় ৪'শ কৃষকের মাঝে আমন ধানের বীজ,সার ও ১'শ কৃষকের মাঝে পেঁয়াজের বীজসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আমন চাষের জন্য একজন কৃষককে দেয়া হয় ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। অন্যদিকে পেঁয়াজ চাষের জন্য একজন কৃষক দেয়া হয় ১ কেজি বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার।
আপনার মূল্যবান মতামত দিন: