রাজশাহী মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২

ভোলাহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত


প্রকাশিত:
৯ মার্চ ২০২২ ০০:৩৭

আপডেট:
২০ মে ২০২৫ ০০:৪৯

ছবি: র‌্যালী

ভোলাহাটে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রথমে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ওসি(তদন্ত) মোঃ রেজওয়ানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী মোসাঃ আনজু আরা ও মোসাঃ নিসাদ প্রমূখ। এ সময় নারীদের উন্নয়নে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top