রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১

ভোলাহাট মহিলা ভাইস চেয়ারম্যানের বহিষ্কারাদেশ প্রত্যাহার


প্রকাশিত:
৫ মার্চ ২০২২ ০৫:০৭

আপডেট:
৫ মার্চ ২০২২ ০৫:০৯

ফাইল ছবি

ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেত্রী মোসাঃ শাহনাজ খাতুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

শুক্রবার (৪ মার্চ) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্ত জানানো হয়।

গত ২৪ মার্চ ২০১৯ তারিখে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহন করে। দলের শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থি কাজ করাই ১৩ মার্চ ২০১৯ তারিখ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য মোসাঃ শাহনাজ খাতুন দুঃখ প্রকাশ করে এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে গতিশীল ও শক্তিশালী করার করার জন্য আগামীতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top