রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মহসিন আলীর দাফন সম্পন্ন


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২২ ০৯:২৩

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬

ছবি: শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাহাদুরগঞ্জের মৃত খোকা সেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা মহসিন আলীকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টেলিফোন এক্সচেঞ্জের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। 

রাষ্ট্রীয় মর্যাদায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে প্রতিনিধিত্ব করে রাষ্ট্রীয় সালাম জানান উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজিদুর রহমান।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। রাজশাহীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মুক্তিবার্তা নং ০৩০৩০৫১৫৪, গেজেট নং ৩৯৩ ।

তাঁর জানাজায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনিরুদ্দিন মুন্টুসহ বীর মুক্তিযোদ্ধাগণসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। তাঁর মৃত্যুতে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কবির, ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top