রাজশাহী সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১

ভোলাহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে বিশেষ ক্যাম্প


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২১ ০৭:৫৬

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৫:১৭

ছবি: প্রতিনিধি

‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি’ শ্লোগানকে সামনে রেখে ভোলাহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলাহাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত নিজস্ব কার্যালয়ে সেবা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কনসালটেন্ট ডাঃ মোঃ সাদিকুল ইসলাম।

এসময় উপজেলা পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাঈদ মুঃ মাসুদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। গত শনিবার (১৮ ডিসেম্বর) উদ্বোধন হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। সেবা কার্যক্রম জামবাড়ীয়া ও গোহালবাড়ী ইউনিয়ন পঃপঃ কেন্দ্র চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবার কল্যাণ সেবা সপ্তাহে থলিকমি ৮, এনএসভি ২, শিশু ও কিশোর-কিশোরী সেবা ৩৫, গর্ভবতী পরিচয়ন ২৫ জনসহ অন্যান্য পরিবার পরিকল্পনা সেবা দেয়া হয়।

এসময় সেবা সপ্তাহ ছাড়াও বিভিন্ন সময় পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোর গড়ায় পৌঁছে দিতে পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তা কর্মচারী সেবা দান অব্যহত রাখবেন।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top