রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সোয়া ৯ কোটি টাকার মাদক ধ্বংস


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০১৯ ১০:১১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪০

সারিবদ্ধ ফেন্সিডিলগুলো ধ্বংস করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে ৫৩ ও ৫৯ বিজিবি’র আটককৃত প্রায় ৯ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১১০ টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ রবিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাড়ে বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে মাদকগুলো ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবি’র রাজশাহী’র সেক্টর কমান্ডার লে.কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। এসময় তিনি মাদকের বিরুদ্ধে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা জানিয়ে সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান খান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেক, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার চন্দন কর. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান খান।

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top