রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

১০ কোটি টাকা ব্যয়ে পাগলা নদী ঘাটের সেতু উদ্বোধন


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২১ ০৫:৫৬

আপডেট:
১৭ মে ২০২৪ ০৪:০৮

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়ায় পাগলা নদীর ঘাটে ৯ কোটি ৬৪ লক্ষ ১৮ হাজার ৭২ টাকা ব্যয়ে সেতুর কাজের উদ্বোধন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. মো. সামিল উদ্দিন আহমেদ শিমুল (৩ ডিসেম্বর) শুক্রবার সকালে কানসাট ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলামের সভাপতিত্বে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে এমপি শিমুল বলেন, শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের অংশ হিসাবে আজকে আমরা পুকুরিয়া ঘাটে ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করছি। এটি সাবেক এমপি গোলাম রব্বানীর অবদান।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী, শিবগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা ও দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর রেজা।

 

আরপি/ এমএএইচ-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top