অগ্নিনির্বাপক মহড়া

বাসা-বাড়ি দোকান বা মার্কেটে আগুন ও রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক ভোলাহাটে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট জোনের সামনে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট জোনের সহযোগিতায় অগ্নিনির্বাপক মহড়ায় গ্যাস সিলিন্ডার, পেট্রোল, বৈদ্যুতিক সক সার্কিটসহ ছোট পরিসরে লাগা আগুন কি ভাবে সহজেই নিয়ন্ত্রণ করা যায় সে সব বিষয়ে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশন সদস্য মোঃ ফরিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট জোনের ডিজিএম মোঃ রেজাউল করিম, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামসুল হক সরকার, পল্লী বিদ্যুৎ উপ-সহকারী প্রকৌশলী মোঃ মারুফ হোসেনসহ ফায়ার সার্ভিস স্টেশন সদস্য ও পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট জোনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
আরপি/ এমএএইচ-০৮
আপনার মূল্যবান মতামত দিন: