রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ভোলাহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২১ ০৬:৫৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:০৪

ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে খেলোয়াড়-অতিথিদের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাট পাবলিক ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে মহানন্দা ক্রীড়া সংঘ মুশরীভূজা ফুটবল দলকে ২-০ গোলে হারিয়েছে বড়গাছি অনির্বাণ যুবক সমিতি।

১৩ নভেম্বর শনিবার বিকালে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ -৩ জাতীয় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আয়োজিত উদ্বোধনী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ক্লাব সভাপতি মোঃ আনোয়ার হোসেন রজবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রেজওয়ানুল হক মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াজদানী জর্জ, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখিসহ অন্যরা।

উল্লেখ্য, মোট ২৫ মিনিট করে ৫০ মিনিট খেলা হয়। দেশের মোট ১৬টি দল খেলায় অংশগ্রহণ করবে বলে খেলা কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরপি/ এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top