ভোলাহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত
-2021-10-30-17-12-18.jpg)
ভোলাহাট থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
পরে নিজস্ব সভা কক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, সহ-সভাপতি মোঃ আফরাজুল হক বাবু, কমিউনিটি পুলিশং এর উপজেলা সভাপতি মোঃ ইখতিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশফিকুল ইসলাম তারা ও জামবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন আইরনসহ অন্যরা।
আরপি/এসআর-০৮
আপনার মূল্যবান মতামত দিন: