রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে সীমান্তে সাড়ে ১১ লাখ টাকার ফেনসিডিল জব্দ


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২১ ০৬:১৫

আপডেট:
২১ অক্টোবর ২০২১ ০৬:১৯

ছবি: জব্দকৃত ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার এই অভিযান পরিচালনা করে বিজিবি-৫৯। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুর সোয়া ২টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স-এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাত ২টায় বুধবার তেলকুপি বিওপির নায়েক মো. হাসিম উদ্দিনের নেতৃত্বাধীন একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিক বিহীন ১১ লক্ষ ৪০ হাজার টাকার ২৮৫০ পিস আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top