রাজশাহী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ লাখ টাকার হেরোইন উদ্ধার


প্রকাশিত:
২ অক্টোবর ২০২১ ২১:৪০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২০

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

অভিযানে মালিকবিহিন ৭৯০ গ্রাম হোরাইন উদ্ধার করে বিজিবি-৫৯। এই হেরোইনের বাংলাদেশি বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

শুক্রবার রাত পোনে ১২টার দিকে এই অভিযান চালান। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টায় সোনামসজিদ বিওপির সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ১১ লক্ষ টাকা মূল্যের মালিকবিহীন ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা।

অপর এক অভিযানে ব্যাটালিয়নের চকপাড়া সীমান্ত এলাকায় একই দিন রাত সোয়া ২টায় চকপাড়া বিওপির নায়েব সুদবদার মো. রেনু মিয়ার নেতৃত্বে সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শান্তির মোড় নদীর কিনারায় অভিযান পরিচালনা করে ৪ লক্ষ ৮০ হাজার টাকার ২৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অধিনায়ক।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top