চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও সোনামসজিদ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টা থেকে ২৫ সেপ্টেম্বর ভোর ৫টা পর্যন্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস’র নেতৃত্বে চকপাড়া ও সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তর এবং চকপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
এ সময়ের মধ্যে রাত আড়াইটায় চকপাড়া বিওপির সীমান্ত পিলার ১৮২/৪-এস হতে ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন উনিশবিঘী এলাকা হতে মালিকবিহীন ১ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন এবং ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় সদস্যরা।
উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।
আরপি/এসআর-১৯
বিষয়: হেরোইন চাঁপাইনবাবগঞ্জ
আপনার মূল্যবান মতামত দিন: