রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার হেরোইন উদ্ধার


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৭

ছবি: উদ্ধারকৃত হেরোইন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৬ লক্ষ টাকার হোরাইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার রাতে এক অভিযানে মালিক বিহিন এই হেরোইন উদ্ধার করে ৫৯ বিজিবি।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে চকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৪/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি আম বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ৫ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্যের মালিক বিহীন ২৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top