চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ ২ ভারতীয় অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে ৭.৬৫ মি. মি. বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ২ জন ভারতীয় শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
অভিযানে দুই ভারতীয় শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেফতার হয়।
আটককৃতরা হলেন মালদা জেলার হবিপুর থানার ধুমবালু কলোনীর রাম বিলাস চৌধুরীর স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)। অপরজন একই গ্রামের রাম বিলাস (৫৫) চৌধুরী।
গতকাল বুধবার (৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পোড়াডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে র্যাব-৫ এর ফেসবুক পেজ সূত্রে জানা গেছে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: