রাজশাহী শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ভোলাহাটে নাম গোপন করে দেড়শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ২৩:৩০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৩:৫৮

ছবি: ত্রাণ বিতরণ

ভোলাহাটে নাম প্রকাশ না করার শর্তে একটি প্রতিষ্ঠান ভোলাহাট সংবাদ ও ভোলাহাট প্রেসক্লাবের সহযোগিতায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ভোলাহাট প্রেসক্লাব চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক এবং ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ কবির, ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলী হায়দার, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেনসহ অন্যরা।

এ সময় উপজেলার দেড়শতাধিক অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ময়দা, মরিচ, হলুদ ২ প্যাকেট, লবণ ১ কেজি, ১ লিটার তেল, গায়ে মাখা ও কাপড় কাঁচা সাবান ১টি করে ত্রাণ বিতরণ করা হয়।

 

 

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top