রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র পৃথক অভিযানে হেরোইন-কালটার উদ্ধার


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ০৪:০৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫০

ছবি: উদ্ধারকৃত কালটার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও তেলকুপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন এবং ভারতীয় কালটার বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। মঙ্গলবার পৃথক পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সোনামসজিদ বিওপির সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট সোনামসজিদ তোহাখানার পিছনের আম বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিক বিহীন ১ লক্ষ ১০ হাজার টাকার ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে অপর এক অভিযানে একই দিন বিকাল পৌণে ৪টায় তেলকুপি বিওপির হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে তেলকুপি বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৮/৪-এস হতে ৭শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বড় টাপ্পু এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা মূল্যের মালিক বিহীন ভারতীয় ৫ লিটার কালটার বিষ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত হেরোইন ও কালটার বিষ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top