রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জের

নাচোলে ট্রেনে কাটা পড়ে ৪টি গরুর মৃত্যু


প্রকাশিত:
২ নভেম্বর ২০১৯ ০৮:৫৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২০:২১

প্রতীকি ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়েছে আরো চারটি গরু। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত আটটি গরুর বাজার দর প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করেছেন গরুর মালিক। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

এলাকাবাসী জানান, শুক্রবার (১ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজশাহী থেকে রহনপুরের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনটি নেজামপুর রেলস্টেশন এলাকার পাশে পুকুরিয়াপাড়ায় পৌছায়। এসময় রেললাইনের উপর দিয়ে ৮ থেকে ১০টি গরু পার হচ্ছিল। ট্রেনটি গরুগুলোকে চাপা দিলে ঘটনাস্থলে চারটি গরু মারা যায় এবং অপর চারটি গরু গুরুতর জখম হয়।

গরুর মালিক নেজামপুর ইউনিয়নের পুকুরিয়াপাড়ার সাইদুর রহমান। তিনি মৃত লুৎফর রহমানের ছেলে। সাইদুর রহমান জানান, গরুগুলোই ছিলো তার শেষ সম্বল। ট্রেনে কাটা পড়ে যে আটটি গরু হতাহত হয়েছে, তার বাজার দর প্রায় ৬ লাখ টাকা। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top