চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল আর নেই

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল আর নেই। ইন্না -লিল্লাহি ওয়া -ইন্না ইলাহি রাজিউন।
আজ শুক্রবার সকাল ৭-৪০ মিনিটে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর আগে জাতির এ বীর মুক্তিযোদ্ধা আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
জেলার এ প্রবীণ আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা:সামিল উদ্দিন আহমেদ শিমুল,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামসহ জেলার বিশিষ্টজনরা।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: