রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ফের বাড়লো লকডাউন


প্রকাশিত:
৩১ মে ২০২১ ২০:৪২

আপডেট:
৩১ মে ২০২১ ২২:০২

ছবি: সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে বিশেষ লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। সোমবার (৩১ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘সোমবার (৩১ মে) রাত ১২টা থেকে ৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন থাকবে।’

তিনি বলেন, ‘এই সময়ে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। লকডাউন চলাকালে কোনো প্রকার যানবাহন রাজশাহী বা নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। সাপ্তাহিক হাটসহ সব প্রকার দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ থাকবে, যদিও খোলা থাকে তাহলে ওই সব স্থানে ভিড় করা চলবে না। আড়ৎ ও বাগান থেকে স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় করা যাবে। এই সময়ে সবাইকে ব্যাধ্যমূলক মাস্ক পরতে হবে।’

শিল্পকারখানা খোলার বিষয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহণ ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে। জরুরি সব সেবা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। হোটেল ও রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে শুধু খাবার বিক্রয় করা যাবে। মসজিদে ২০ জন মুসল্লি নিয়ে নামাজ পড়া যাবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘চাঁপানবাবগঞ্জে বর্তমানে করোনাভাইরাস শনাক্তের হার কমেছে। গত মঙ্গলবার (২৫ মে) লকডাউনের প্রথমদিন করোনা সংক্রমণের হার ৫৫ শতাংশ ছিলো। গত ৬ দিনের বিশেষ লকডাউনে সংক্রমণের হার কমে ৩৩ দশমিক ৬৯ শতাংশে নেমেছে। করোনা সংক্রমণের হার আরও কমানোর জন্য জেলায় দ্বিতীয় ধাপে ফের ৭ দিনের লকাডাউন ঘোষণা করা হলো।’ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সহকারী কমিশনার রুহুল আমিন, চন্দনকর, রবিন মিয়া উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, ‘শেষ খবর পাওয়া পর্যন্ত পিসিআর, জেন এক্সপার্ট ও এন্টিজেন টেস্টে ২৭৬ জনের নমুনায় ৯৩ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮২০ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৬৯ জন।’

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top