রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিষ পানে কিশোরের মৃত্যু


প্রকাশিত:
১৭ মে ২০২১ ০১:২২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৬

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিষপান করে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) দিবাগত রাতে দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত কিশোর উপজেলার ফুলবাড়ি গ্রামের নিয়ামত আলীর ছেলে দেলোয়ার হোসেন (২০)।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, পারিবারিক কলহের জের ধরে বাড়ির সকলের অগচরে নিজ শয়ন কক্ষে বিষপান করে কিশোর দেলোয়ার। কিন্তু বিষক্রিয়ার ফলে কিছুক্ষণ পর জালা যন্ত্রণা সইতে না পেরে সে ছটফট করতে থাকে। এ সময় বাড়ির লোকেরা টের পেলে তারা দেলোয়ারকে বাঁচাতে অতি দ্রুত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি আরোও জানান, পরিবারের লোকজন থানায় না জানিয়ে ওই মরদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পবে নাচোল থানা পুলিশ সংবাদ পেয়ে বাড়ি থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পূনরায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহটি তার পরিবারের নিকট প্রেরণ করা হবে বলে জানান ওসি।

আরপি /এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top