রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনই ধান কাটা শ্রমিক


প্রকাশিত:
১৫ মে ২০২১ ১৯:০১

আপডেট:
১৫ মে ২০২১ ২৩:৫৯

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতের তিন জনই ধান কাটার শ্রমিক। এসময় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধানভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা তিন ধান কাটার শ্রমিক ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ।

এ সময় আহত হন কমপক্ষে ছয় শ্রমিক। স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। হতাহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌদোলা গ্রামের বাসিন্দা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top