চাঁপাইনবাবগঞ্জে সড়কে মটরসাইকেল চালক নিহত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে পণ্য বোঝাই একটি ট্রাক দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থেকে আসছিলো। এ সময় ট্রাকটি মটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এর চালক সড়কের উপর ছিটকে পড়ে যান। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। তবে এসময় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয। পরে স্থানীয়রা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তবে মৃত ব্যক্তির কোন পরিচয় না পাওয়া গেলেও তার গলায় ঝোলানো আইডি কার্ড দেখে ধারনা করা হচ্ছে তার নাম মিজানুর রহমান এবং তিনি হামযা আয়ুর্বেদিক কোম্পানীতে কর্মরত ছিলেন।
আরপি / আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: