রাজশাহী শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১

ভোলাহাটে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২১ ০৪:২৩

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৯:৫৮

ছবি: ভোলাহাটে ইটভাটা শ্রমিক বাবুলের লাশ

ভোলাহাটে মাঠের মধ্যে ক্যানেলের ভিতর ইটভাটা শ্রমিকের লাশ পাওয়া গেছে। ১৯ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভোলাহাট হতে শিবগঞ্জ রাস্তা সংলগ্ন গোহালবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধুমবালু ব্রীজ সংলগ্ন ক্যানেলের ভিতর বজরাটেক ঈদগাহপাড়া গ্রামের আলী মোহম্মদের ছেলে ইটভাটা শ্রমিক বাবুল আলী (৩৬)’র লাশ দেখতে পায় পথচারিরা।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান সাথে ছিলে পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা।

পরে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে খবর পেয়ে ইটভাটা মালিক ও ওয়ার্ড মেম্বার ইমরান আলী জানান, বাবুল তার ইটভাটায় শ্রমিক দেখা শুনা করতেন। তিনি প্রতিদিনের মত ১৮ এপ্রিল রবিবার বাড়ী থেকে আমাদের ইটভাটা জে টাটাতে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ী চলে যান। পরদিন সকালে শুনতে পায় বাবুলের লাশ ক্যানেলের ভিতর পাওয়া গেছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি কিডনী রোগে ভুগছিলেন। স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বাবুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য তার কিডনী অকেজো হয়ে পড়েছিল।

এদিকে রবিার বাবুল ইটভাটায় কাজে এসে প্রতিদিনের মত সন্ধ্যায় বাড়ী না গেলে তার স্ত্রীসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা-খোঁজি করেন। পরে মাঠের মধ্যে রাস্তার পাশে ক্যানেলের ভিতর স্বামীর লাশের খবর পেয়ে ছুটে যান বলে জানান স্ত্রী ডলি বেগম। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান জানান, লাশের সুরুৎহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তিনি আরো বলেন, বাবুলের লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top