সোনামসজিদ সীমান্তে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদান্তর জন্য প্রেরণ করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ জানান, শনিবার খুব ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সোনামসজিদ বিওপির সদস্যরা জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ দারস বাড়ি মাদ্রাসার পাশে সীমান্ত পিলার ১৮৫/৬-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শশ্মান ঘাটের নিকট মৃত হাসেমের আম বাগানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুর ৩টায় মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
নিহত বৃদ্ধার কোন পরিচয় জানতে পারা যায়নি। আর মরদেহের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন না থাকায় ও শারিরীক অবস্থা দেখে সহজেই অনুধাবন করা যায় যে দীর্ঘদিন না খেতে পেয়ে অনাহারে থাকার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই প্রকৃত বিষয় জানা যাবে বলে জানান ওসি ফরিদ।
আরপি/ এসআই-৪
আপনার মূল্যবান মতামত দিন: