রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ মার্চ ২০২১ ২৩:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৪৯

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় দুপুর ২টায়। এ সময় সম্মেলনে বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আলোচকবৃন্দ।

জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. ইকবাল হোছাইন, জেলা আইনজীবি সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন ডলার, সাধারণ সম্পাদক মো. হামিদুল হক, সিনিয়র আইনজীবি মো. শাহজাহান বিশ্বাস, সোলায়মান বিশু, নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর আলী, জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব সরদার বাবুল, ৫৩ বিজিবি কমান্ডিং অফিসার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. আনিছুল হক, বন বিভাগ প্রধান ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরপি/ এসআই-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top