রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

হাফেজ জাকির হোসেন

১৫ বছরের ইমামতি ছেড়ে রাজশাহীতে অটোরিকশা চালাচ্ছেন


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২০ ২২:৫৭

আপডেট:
২২ অক্টোবর ২০২০ ০০:০৬

অটোরিকশায় হাফেজ জাকির হোসেন

ইমামতি করেছেন ১৫ বছর। এখন তিনি রাজশাহী শহরে অটোরিকশা চালাচ্ছেন। এক বছর আগে তিনি এ পেশায় আসেন।

বলছি হাফেজ মো. জাকির হোসেনের কথা। তার বাড়ি রাজশাহীর সোনাইমুড়ি। তিনি এখন এ শহরে স্থায়ীভাবে বাস করছেন। 

এখন দুই ছেলের বাবা হাফেজ জাকির হোসেন। অল্প টাকায় ইমামতি করে ঠিকভাবে সংসার চলছিল না তার। সেজন্য তিনি স্বনির্ভর হতে অটোরিকশা চালানো শুরু করেন। গত শনিবার সকাল বেলা কথা হয় তার সাথে।

তিনি বলেন, শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক থাকলে আমরা স্বনির্ভর হতে পারবো না। সেখানে তেমন হাদিয়া (বেতন) নাই। এজন্যই আমি এ পেশায় এসেছি। এ পেশায় এখন তিনি বেশ স্বনির্ভর।

হালাল এ পেশায় তিনি বেশ ভালো আছেন। তিনি বলেন, আরবি লাইনে পড়াশুনা করেছি বলেই যে ইমামতি কিংবা এরকম কিছু করতে হবে এমন নয়। বসে না থেকে বরং পছন্দমতো হালাল পেশায় লেগে যাওয়া দরকার।

হাফেজ-আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, ইমামতি করে যদি সংসার চালানো কষ্টের হয়, তবে তারা যেন পছন্দমতো হালাল কোনো পেশায় লেগে পড়েন।

ভবিষ্যতে আর ইমামতি করবেন কি না প্রসঙ্গে তিনি বলেন, আগামীরটা আগামীতেই বলে দিবে। আল্লাহ যা ফায়সালা করেন সেটাই হবে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top