লালপুরে তিন শিশুকে ধর্ষনের অভিযোগে বৃদ্ধ আটক
নাটোরের লালপুরে ৩ শিশুকে ধর্ষনের অভিযোগে জামাত আলী (৬০) নামে এক বৃদ্ধ চা দোকানীকে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলার হাঁপানিয়া গ্রামের জামাত আলীর চা-স্টলের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলো ওই এলাকার ৩ মেয়ে শিশু। এসময় জামাত আলী চকলেট দেয়ার কথা বলে তাদেরকে পাশের একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন নির্যাতন শুরু করে। শিশুদের কান্নায় আশপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে জামাত আলীকে ধরে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে এবং শিশুদের উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়।
এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, এঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে।
আরপি/ এসআই-২
বিষয়: নাটোর লালপুর শিশু ধর্ষন অভিযোগ আটক
আপনার মূল্যবান মতামত দিন: