নাটোরের ১২ জনসহ ৬১ নারী মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ

নাটোরের ১২ জনসহ ৬১ নারী মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে সোমবার (১৪ ডিসেম্বর)। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (জামুকা) এর ৭ (ক) অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতম্বারা রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (এলোকেশন অফ বিজনেস) এর তালিকা ৪১ এর ৫ নম্বর ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত মোকাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) গেজেট প্রকাশ করা হয়েছে।
সারাদেশের ৬১ জন নারী মক্তিযোদ্ধাদের মধ্যে কিশোরগঞ্জে ১ জন, মৌলবীবাজারে ১ জন, নাটেরে ১২ জন, পিরোজপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাওয়ে ২ জন, পটুয়াখালীতে ১৫ জন, সাতক্ষীরায় ১ জন, খাগড়াছড়িতে ১ জন, মাদারীপুরে ১ জন, বরগুনায় ২ জন, ফরিদপুরে ১ জন, বরিশালে ১ জন, কুষ্টিয়ায় ২ জন, সিলেটে ১৩ জন, গোপালগঞ্জে ২ জন ও খুলনায় ১ জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন।
নাটোরের নারী মুক্তিযোদ্ধারা হলেন নাটোর সদর উপজেলার বড়গাছা পালপাড়া এলাকার মৃত রবীন্দ্রনাথ পাল এর স্ত্রী আশালতা পাল, নাটোর সদর উপজেলার পশ্চিম মাধবনগর এলাকার মৃত আব্দুল সোবহান এর স্ত্রী মানিকজান, নাটোর সদর উপজেলার পশ্চিম মাধবনগর এলাকার অনিছুর রহমান এর স্ত্রী হালিমা বেগম, নাটোর সদর উপজেলার ভট্রপাড়া এলাকার মৃত ইব্রাহিম মন্ডল এর স্ত্রী ইয়ারজান, নাটোর সদর উপজেলার পশ্চিম মাধবনগর এলাকার জয়েন উদ্দিন এর ছেলে সমর্থভান, নাটোর সদর উপজেলার ভট্রপাড়া এলাকার মৃত আব্দুর রহিম এর স্ত্রী রেখা বেগম, নাটোর সদর উপজেলার কানাইখালী এলাকার মৃত আব্দুল মজিদ এর স্ত্রী হাজেরা বেগম, নাটোর সদর উপজেলার কাঠুয়াগাড়ী এলাকার মৃত ইছমাইল এর স্ত্রী হালিমা বেগম, নাটোর উপজেলার নলডাঙ্গার সেনবাগ এলাকার মৃত আলিম মন্ডল এর স্ত্রী ছায়েরা খাতুন, নাটোর সদর উপজেলার হাজরা এলাকার হারুন-অর-রশিদ এর স্ত্রী ফরিদা বেগম, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার মৃত সুলতান খাঁ এর স্ত্রী লাইলী বেগম এবং নাটোর সদর উপজেলার উলুপুর এলাকার জোনাব আলীর স্ত্রী ফাতেমা বেগম।
আরপি/এসেকে
আপনার মূল্যবান মতামত দিন: