রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পৌর নির্বাচনকে ঘিরে মহল্লায় মহল্লায় ছুটছেন লালপুরের আ.লীগ নেতা সাইফুল


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২০ ০৩:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫৭

আ.লীগ নেতা সাইফুল

নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। পৌর এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক করে নৌকার মনোনয়ন প্রত্যশায় সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন তারা। তার ধারাবাহিকতায় নিয়মিত উঠান বৈঠকের মহল্লায় মহল্লায় ছুটছেন তিনি।

তার অংশ হিসাবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পৌরসভার চকনাজিরপুর এলাকায় উঠান বৈঠক করেন মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

জানা গেছে, দলীয় মনোনয়ন পেতে তিনি অনেক দিন যাবত মাঠে ব্যাপক প্রচার- প্রচারণা করে আসছেন। সাধারন মানুষের কাছে দোয়া চেয়ে নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় সভা, পৌর ওয়ার্ড কমিটির কাউন্সিলসহ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। প্রচার- প্রচারণায় মাধ্যমে তিনি ইতোমধ্যে পৌরবাসীর নজরে এসেছেন। এ সময় প্রায় দুইশতাধিক মহিলাসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top