রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


লালপুরে স্বপ্ন কল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত:
২ অক্টোবর ২০২০ ০৪:৪৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৪:৫৮

প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা। ছবি: সংবাদদাতা

"স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই, মলিন স্বপ্নগুলোকে আলোকিত করার প্রত্যয়ে" এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে স্বপ্ন কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার লেবার লাইন বাজারের অস্থায়ী কার্যালয়ে ৫ শতাধিক গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করে সংগঠনটির সদস্যরা।

এসময় সংগঠনটির পরিচালনা পর্ষদের সভাপতি সজিবুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারী (সিবিএ) সভাপতি গোলাম কাউছার। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারী (সিবিএ) সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, স্বপ্ন কল্যাণের উপদেষ্টা আবুল কালাম আজাদ।

এসময় সিবিএ সভাপতি গোলাম কাওসার বলেন, ছাত্রদ্বারা পরিচালিত রাজনৈতিক মুক্ত একটি সেচ্ছাসেবী সংগঠনের এমন কার্যক্রম প্রশংসার দাবিদার। এছাড়া সংগঠনটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০ টায় গাছের চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top