রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


নাটোরে ব্যবসায়ীকে কোপাল দুর্বৃত্তরা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২০ ১৫:১৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:৫১

ছবি: সংগৃহীত

নাটোর শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ভেতরে আব্দুস সালাম নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় মার্কেটের বর্ষা মোবাইল সেন্টারে মাস্ক পড়া কয়েকজন মুখোশধারী এ হামলা চালায়।

গুরুতর আহত সালামেকে প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ। আহত আব্দুস সালাম শহরের বড়গাছা এলাকার মুদি ব্যবসায়ী এবং আলাইপুর রিলাক্স ল্যাবরেটরির কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানায় , আব্দুস সালাম রাত সাড়ে ৯টার দিকে বর্ষা মোবাইল সেন্টারে বসে কথা বলার সময় মাস্ক পরা মুখোশ ঢাকা দুজন দুর্বত্ত সেখানে যায়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে তারা আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে রক্তাক্ত অবস্থায় আব্দুস সালাম মসজিদ মার্কেটের বাইরে বেরিয়ে এলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে নাটোর থানার ওসি (তদন্ত)আব্দুল মতিন জানান, দুর্বৃত্তদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

 

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top