রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


লালপুরে লাভলী ফাউন্ডেশনের কম্বল পেয়ে উচ্ছ্বসিত চারুরা


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৬

আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৮

ছবি: রাজশাহী পোস্ট

কম্বল নিয়ে মিটি মিটি চোখে তাকিয়ে আছে ষাটোর্ধ বৃদ্ধা চারু বেগম। শীত নিবারণে সামান্য কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল তিনি। আর এমনি তিন শতাধিক হতদরিদ্র মানুষের মুখে প্রাণবন্ত হাসি ফুটিয়েছে লাভলী ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে এসব প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি।

এসময় চারু ও মদেনা বেগম বলেন, হাড় কাঁপানো ঠান্ডায় কষ্ট পাইছি। ট্যাকার জন্যে গরম কাপুড় কিনতে পারি নি। লেনি মা আমারে ঢাকা থ্যাকি কম্বল পাঠাইছে, এতে আমরা খুশি হয়ছি।

এবিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, প্রায় ১৭ বছর ধরে মানুষের কল্যানের কাজ করছে লাভলী ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়াতে কম্বল উপহার দেওয়া হচ্ছে।

সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় বৃত্তবানরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top