রাজশাহী মঙ্গলবার, ২৮শে নভেম্বর ২০২৩, ১৫ই অগ্রহায়ণ ১৪৩০


লালপুরে আ.লীগের অবরোধ বিরোধী মিছিল


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩ ২৩:০৬

আপডেট:
২৮ নভেম্বর ২০২৩ ১৫:৪০

ছবি: মিছিল

নাটোরের লালপুরে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) দিনব্যাপী লালপুর ত্রিমোহনীতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: বাংলাদেশের কোথাও নিয়ন্ত্রণ বা সরকার আছে বলে টের পাই না: চুন্নু

এ সময় তিনি বলেন, অবরোধের নামে সড়কে কোনো নাশকতা, অগ্নি-সন্ত্রাস বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবে না। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন প্রমূখ।

 

 

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top