লালপুরে শিবির নেতা বিজয় গ্রেফতার
নাটোরের লালপুরে জয়নাল আবেদীন বিজয় (২০) নামে এক ছাত্র শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত দুইটার দিকে উপজেলার ভেল্লাবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আগামী ৪ নভেম্বর ৪৪ রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বিজয় উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রামের বিপ্লব হোসেনের ছেলে ও শিবিরের দুড়দুড়িয়া দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, সোমবার রাত দুইটার দিকে উপজেলার ভেল্লাবাড়িয়ায় বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির প্রস্তুতির সময় জয়নাল আবেদীন নামে একজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: