আগামী ৪ নভেম্বর ৪৪ রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তফসিল ঘোষণার আগে শেষবারের মতো আগামী ৪ নভেম্বর সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন সকালে ২২টি দল এবং বিকালে ২২ দলের সঙ্গে ইসি সংলাপ করবে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে ইসি।
আরও পড়ুন: ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান, ব্রিটিশ এমপিকে বহিষ্কার
দলের সভাপতি/সম্পাদক বা তাদের দুইজন প্রতিনিধি ইসির সংলাপে অংশ নেবেন। সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিএনপি শেষ সংলাপে অংশ নেবে বলে আশা ইসির।
এর আগে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন।
আরপি/এসআর-০৫
আপনার মূল্যবান মতামত দিন: