লালপুরে যাত্রী সেজে ভ্যান ছিনতাইয়ের অভিযোগ
নাটোরের লালপুরে যাত্রী সেজে আব্দুল লতিফ (৩৫) নামে এক চালকের গলায় ছুরি ধরে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী ভ্যানচালক লালপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। আব্দুল লতিফ উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে।
আরও পড়ুন: ফিলিস্তিনে ইসরায়েলি হামলা, খামেনির কঠোর হুঁশিয়ারি
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লালপুর হতে গৌরীপুর মাসুমের চায়ের স্টল যাবার কথা বলে অজ্ঞাত তিন যাত্রী আব্দুল লতিফের ভ্যানে উঠেন। পরবর্তীতে কৌশলে গৌরিপুর- গোপালপুর সড়কের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে ভ্যান নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, অটো-ভ্যান চোর ছিনতাইকারী চক্রকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। খুব দ্রুতই তাদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে।
আরপি/এসআর-২১
বিষয়: ছিনতাই
আপনার মূল্যবান মতামত দিন: