রাজশাহী বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১


মায়ের রহস্যজনক মৃত্যুর পর গ্রেফতার ছেলে


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৩ ২৩:৪০

আপডেট:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১২

ফাইল ছবি

নাটোরের লালপুরে রেজিয়া (৭০) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেজিয়া একই এলাকার মৃত মকবেদ মন্ডলের স্ত্রী।

আরও পড়ুন: শিশুদের শিরশ্ছেদ করা ছবি দেখেননি বাইডেন, বিবৃতিতে পরিবর্তন

স্থানীয়রা ও দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রোজিনা খাতুন জানান, রেজিয়ার স্বামী মারা যাওয়ার পর থেকে জমি নিয়ে তার ছেলে নজরুল ইসলাম ও তার ছেলের বৌয়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত বুধবার এর জের ধরে বাকবিতণ্ডা হয়। পরে ওই বৃদ্ধা রাতের কোন এক সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে সবাইকে জানায় ছেলে নজরুল ইসলাম। তবে ওই বৃদ্ধার মেয়ে অভিযোগ তার মাকে আত্মহত্যায় বাধ্য করেছে তার ভাই ও ভাবী।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে শাহানাজের অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলামকে গ্রেফতার করে নাটোর আদালতে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

আরপি/এসআর-১১


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top